জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর অভিষেক , ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২২ জনকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়েছে।
ইউরোপে বসবাসরত বাংলাদেশী সাংবাদিকদের পরিবার খ্যাত সাংবাদিক সংগঠন ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর অভিষেক , ঈদ পুনর্মিলনী , কমিউনিটি এওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । ইতালির ভিসেন্সা শহরে চার তারক হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হেলাল । সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন এর সঞ্চালনায় সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন লিমা আফরোজ। সভায় ভিসা জটিলতার কারনে উপস্থিত থাকতে না পেরে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন ভয়েজ বাংলার প্রধান সম্পাদক সাংবাদিক মোস্তফা ফিরোজ ।
প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্তেকিও মাজ্জিওরে সিটি করপোরেশনের মেয়র সিলভিউ পারিসে , ফিনল্যান্ড হতে আগত রাজনৈতিক ও কমিউনিটি ব্যাক্তিত্ব কামরুল হাসান জনি , সুইজারল্যান্ড এর বিশিষ্ট ব্যাবসায়ী আনিস খান , মিলানের বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ মনির হোসাইন , ভেনিসের মেস্রের ওয়ার্ড কাউন্সিল আফাই আলী , বাংলাদেশ সমিতি ভিসেন্সার সাবেক উপদেষ্টা সোহেল মোহাম্মদ আলমগীর , ঢাকা জেলা সমিতির প্রস্তাবিত আহবায়ক আজিজুর রহমান ।
আলোচনা সভায় ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর ২৭ জন সদস্যকে পরিচয় করিয়ে দেয়া হয় । ওরে ইউরোপে বিভিন্ন পেশায় অবদানের জন্য ২২ জনকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয় ।
যাদেরকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন , আনিস খান – ইন্টরাপাস সুইজারল্যান্ড। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান – টি এম এম বাংলা পাতেন্তা ইতালি। জাহাঙ্গীর আলম – আতিকা এন্ড আতিফ এস, আর, এল ইতালি।মোহাম্মদ মনির হোসাইন – ইউরো ফ্রোজেন এস, এর, এল ইতালি । এমদাদুল রহমান চৌধুরী ( সি আই পি ) টাটকা ব্রান্ড ( প্যাসিফিক সেয়া সায়াস ) ইতালি। সাত্তার আলী সুমন ( শাহ আলম ) শাহ গ্রুপ, ফ্রান্স । আখী সীমা কাইছার – নারী উদ্যোগকতা , ইতালি । লায়লা শাহা , নারী উদ্যোগকতা , ইতালি ।শাহাদাত হোসাইন – এস গ্রুপ , ইতালি । এমডি জাহাঙ্গীর আলম – হোসটারিয়া আল ওমবারা রেস্তোরাঁ , ইতালি। আবুল কালাম – রেস্তোরাঁ , ইতালি। শিক্ষা ক্ষেত্রে : অভিব ইতালিয়া – অনলাইনে ইতালিয়ান ভাষা শিক্ষায় সুনাম অর্জন করায় । জুয়াইরা উদ্দিন দেখা – ঔষধ বিজ্ঞানী , ইতালি। সায়ক মিয়া – বায়ো মেডিক্যাল ইন্জিনিয়ার , ইতালি। হুসাইন মোসাদ্দেক – সফটওয়ার ইন্জিনিয়ার , ইতালি। রাইটার এওয়ার্ড : -তাহমিনা ইয়াসমিন শশী – লেখিকা , ইতালি।
রাজনৈতিক সম্মাননা : এমডি মিয়া ওয়ালী – ওয়ার্ড কাউন্সিলর , মন্তেকিও মেজ্জিওরে সিটি করপোরেশন , ভিসেন্সা , ইতালি। সামাজিক কর্মকাণ্ডে সম্মাননা : সোহেল মোহাম্মদ আলমগীর হোসেন – সংগঠক , ইতালি।
হোসাইন মোবারক – মানবতার ফেরিওয়ালা , ইতালি। রুনা সাঈদা – সমাজ সেবা, ইতালি। খেলাধুলা সম্মাননা : এমডি জামাল উদ্দিন – ব্যাডমিন্টন , ইতালি। ফাতিমা মোহাম্মদ – সুটার , ইতালি। সে সময় বক্তব্য রাখেন , মিলান, ভিসেন্সা , ভেনিস , পাদোভা শহর হতে আগত কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে , ফিরোজ খন্দকার , মাসুদ মোড়ল , আজমত উল্লাহ রবিন , নুর হোসেন জমির , মন্জুর আহমেদ , আব্দুল রাজ্জাক , কবির হোসেন , রবিউল আলম স্বপন , সোহেলা আক্তার বিপ্লবী , আমজাদ হোসেন , আশিকুর রহমান ইউছুফ , জাকির হোসেন ভূইয়া , কামাল আকন্দ প্রমূখ ।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও আইডি কার্ড তুলে দেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও সভাপতি ।
পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করেন দর্শকদের মাতিয়ে রাখেন জার্মানি হতে আগত ব্যান্ড দল ফ্লক এন্ড রক , চ্যানেল আই সেরা কন্ঠের শিল্পী জেসা সেম কর , ও সাংবাদিক নজরুল ইসলাম বিপ্লব প্রমূখ ।
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৪ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৩৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০১ অপরাহ্ণ |