ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়ে টিএসসিতে জুলাই অভ্যুত্থানের প্রদর্শনী থেকে একাত্তরের যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি সরিয়ে নিয়েছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার সন্ধ্যায় প্রদর্শনী থেকে ছবিগুলো সরিয়ে নেয় সংগঠনটি। ঢাবির সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, “আমি ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাচ্ছি তারা শিক্ষার্থীদের দাবির মুখে ছবিগুলো সরিয়ে নিয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাবি’র ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ‘বিচারিক হত্যাকাণ্ড’ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করে শিবির। এতে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামান, শূরা সদস্য মীর কাসেম আলী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি স্থান পায়। এর পরপরই ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দণ্ডিত নেতাদের ছবি সরানোর দাবি জানান শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকে নেতাদের ছবি সরিয়ে নেয় তারা।
তিন দিনব্যাপী এই আয়োজন শেষ হবে আগামী ৭ই আগস্ট। আয়োজনে থাকবে জুলাইয়ের চিত্র প্রদর্শনী, জুলাই বিপ্লব নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী, বিপ্লবের গান ও কবিতা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের গল্প, গান, কবিতা, নাট ও মাইম, প্লানচেট বিতর্ক ও আলোচনা সভা।
এর অংশ হিসেবে টিএসসি’র সবুজ চত্বরে তৈরি করা হয়েছে প্রতীকী গণভবন, যার নাম দেয়া হয়েছে ‘ফতেহ গণভবন’। নির্মাণ করা হয়েছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস’। এ ছাড়া জুলাইয়ের বিভিন্ন ঐতিহাসিক ছবি ও স্লোগান দিয়ে তৈরি করা হয়েছে প্রদশর্নী। সেখানে দেখানো হয়েছে নারী চরিত্রের বিপ্লবী চেহারা, গণভবন দখলের চিত্র, আবু সাইদসহ শহীদদের ছবি।
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৪ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৩৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০১ অপরাহ্ণ |