আজ রবিবার | ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই সফর, ১৪৪৭ হিজরি | রাত ৩:৫৪
বিডি দিনকাল ডেস্ক : নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে আকাশ মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (০৬ আগস্ট) রাতে উপজেলার ইটাখলা এলাকায় আবু সাঈদ আটো রাইসমিলে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ মিয়া পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের মৃত রাহাবুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিলটির মালিক আবু সাঈদ মারা যাওয়ার পর এক বছর বন্ধ ছিল। গত জুলাই মাসের ২৮ তারিখ উপজেলার গাভুরকাছ গ্রামের ওমর হাসান, মাঈনুল হাসান মিল্টন ও মোবারকপুর গ্রামের রুহুল আমিন এই তিনজন শেয়ারে পুনরায় মিলটি চালু করে। মিলটিতে ১৮ থেকে ২০ জন শ্রমিক কাজ করে। আজ রাতে কাজ করার সময় সকলের অজান্তে আকাশ মিয়া আহত হয়। পরে হঠাৎ করে অন্য শ্রমিকরা ‘আকাশ’কে পড়ে থাকতে দেখে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
মিলের শ্রমিক পরিতোষ জানান, মিলে কাজ করার সময় হঠাৎ কখন আকাশ আহত হয় এবং মারা যায়, কেউ খেয়াল করেনি। শরীরে কোথাও কোন ক্ষতের চিহ্ন নেই।
তবে জানা যায় যে, কাজ করার সময় সেফটির জন্য কোন কিছু পরিহিত অবস্থায় না থাকার কারনে এমনটা হয়ে থাকতে পারে।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, মরদেহ আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই মারা গিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে, ময়নাতদন্তের জন্য নেত্রকোনা পাঠানো হবে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার, ৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১০ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৪ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৩৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৫৭ অপরাহ্ণ |