আজ রবিবার | ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই সফর, ১৪৪৭ হিজরি | রাত ৩:৫৪
ইব্রাহিম হাসান হাসনাইন : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার (০৯ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উত্তরা পূর্ব থানার সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উত্তরা প্রেসক্লাবের সদস্য ছাড়াও রাজধানী, গাজীপুর ও আশপাশের এলাকার বহু সাংবাদিক উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন শামীম, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, মহিলা সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন, সমাজকল্যাণ সম্পাদক রবিউল ইসলাম রাজু, সিনিয়র সদস্য মনির হোসেন জীবন, ফরিদ আহমেদ নয়ন, জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, একজন সাংবাদিককে দিনের আলোয় এভাবে প্রকাশ্যে হত্যা করা দেশের গণমাধ্যম ও মুক্ত চিন্তার জন্য বড় হুমকি। তারা অভিযোগ করেন, সাংবাদিকদের নিরাপত্তা আজ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তব্য রাখতে গিয়ে উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ বলেন, “সাংবাদিক হত্যার বিচার অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে। না হলে কলমের বদলে সাংবাদিকদের অস্ত্রের লাইসেন্স দিয়ে দিন।” তিনি আরও বলেন, সাংবাদিকরা দেশের মানুষের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে লেখেন—তাদের জীবন সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি, দেশের প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের কাছে জোর দাবি জানান।
মানববন্ধন শেষে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার, ৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১০ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৪ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৩৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৫৭ অপরাহ্ণ |