আজ রবিবার | ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই সফর, ১৪৪৭ হিজরি | রাত ৩:৪০
বিডি দিনকাল ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের চারটি হল কমিটির ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল হল কমিটি ঘোষণা করা হয়। এরপর কমিটিতে পদ পাওয়া কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তে সংগঠনের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত রাতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
শনিবার, ৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১০ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৪ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৩৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৫৭ অপরাহ্ণ |