আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৪:২৫
বিডি দিনকাল ডেস্ক : আওয়ামী লীগের সাবেক সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এর ভাতিজা খিলক্ষেত থানা আ.লীগের বহুল আলোচিত চাঁদাবাজ সাইফুল ইসলাম রনি ওরফে ফরমা রনিকে রোববার রাতে নিকুঞ্জ থেকে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে খিলক্ষেত থানা পুলিশের কাছে সোপর্দ করেছে । পরে খিলক্ষেত থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখায় ।
খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমরা সমস্ত প্রক্রিয়া মেনে আজ তাকে আলালতে পাঠিয়েছি। আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল-হাজতে পাঠিয়েছেন বলে জানতে পেরেছি।
চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে খিলক্ষেত থানায় রনির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া, ঢাকার বিভিন্ন থানাতেও তার নামে বেশ কয়েকটি মামলা আছে ।
নিকুঞ্জ টানপাড়া ও জামতলার বাসিন্দাদের কাছে রনি আওয়ামী লীগ সরকারের আমলে ছিল আতঙ্ক। তার অনুমতি ছাড়া এবং তাকে চাঁদা না দিয়ে কেউ এলাকায় কোনো উন্নয়ন কাজ করতে পারত না। রনির এই চাঁদাবাজির মূল আশ্রয়-প্রশ্রয়দাতা ছিলেন তার চাচা আওয়ামী লীগের সাবেক সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনিই স্থানীয় থানার সঙ্গে বিশেষ যোগাযোগের মাধ্যমে রনিকে ‘ফরমা রনি’ হিসেবে পরিচিত করে তোলেন এমন অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |