আজ শনিবার | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৫ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৩:১৩

মাদক কারবারের আধিপত্য নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরের পর জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টর এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি’র তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান বলেন, দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামে এক যুবককে চাপাতিসহ আটক করা হয়েছে। পরে সেলিম নামের আরেকজনকেও আটক করেছে পুলিশ। এসি বলেন, পুলিশ ও সেনাবাহিনী এলে সব শান্ত থাকে। তারা চলে যাওয়ার পর আবারও সংঘাতে জড়ায় এই মাদক কারবারিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক জেনেভা ক্যাম্পের এক বাসিন্দা বলেন, সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর সেক্টর এলাকায় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। ওইসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে রোববার রাতে ককটেল বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন।
বিষয়টি নিয়ে ডিএমপি’র তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, মূলত মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ক্যাম্পের পিচ্চি রাজা গ্রুপ ও বুনিয়া সোহেল গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দু’পক্ষই আধিপত্য বিস্তারে মরিয়া। এরই জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জেনেভা ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |