আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:১৯
ঢাকা: সংঘবদ্ধ অপরাধ চক্রের হাতে গাজীপুর সিটি করপোরেশন এলাকার চান্দনা চৌরাস্তায় নির্মমভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে মানবন্ধন করেছেন রাজধানীর উত্তরাংশের সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণ।
সোমবার সকালে উত্তরা পূর্ব থানার সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করে মেট্রোপলিটন প্রেস ক্লাব, ঢাকা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মেট্রোপলিটন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা, সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ, ক্লাবের নির্বাহী কমিটির সভাপতি এইচ.আর হাবীব, সাধারণ সম্পাদক মিজান বিন নূর, সহ-সভাপতি কে.আর খান মুরাদ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যারহস্য উদঘাটন করে দ্রুত আসামিদের গ্রেফতার করায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। বক্তারা যত দ্রুত সম্ভব নির্মম এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, বিচার বিলম্বিত হলে তা প্রহসনে পরিণত হয়। কাজেই দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে খুনিদের কঠোর শাস্তি নিশ্চিত করুন। বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারও দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন এবং সারা দেশে সাংবাদিক নির্যাতন নিপীড়ন ও হয়রানি বন্ধে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এসময় বক্তারা গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজের নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাগরিক টিভি’র সিটি রিপোর্টার মাসুদ পারভেজ, দৈনিক বাংলাদেশ বুলেটিনের সিটি রিপোর্টার আমিনুল ইসলাম, দৈনিক নবচেতনার মাসুদ রহমান বিজয়, সাংবাদিক কামাল ছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মী সহ স্থানীয় জনগণ।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |