আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:২৩
সখিপুর টাংগাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে একটি মাদ্রাসা থেকে তিনজন শিশু শিক্ষার্থীকে উদ্ধা করা হয়েছে। তারা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। এরা হলো,মজিদ (১৪)পিতা আজমত,মাহিম (১২) পিতা শহীদুল ইসলাম,আরাফাত (১৩) পিতা সাইফুল ইসলাম। তাদের বাড়ি ঘাটাইল উপজেলার বড়চালা গ্রামে। ওই তিন শিশু জোড়দিঘী নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। আসরের নামাজের পর ওই তিন শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে সখিপুরের কুতুবপুর আত্মীয়ের বাসায় একটি অটোরিক্সা যোগে আসতেছিল।
শিশু তামজিদ জানায়, অটোতে একজন নারী ও তিনজন পুরুষ তাদের মুখ চেপে ধরে। একপর্যায়ে তারা জ্ঞান হারিয়ে ফেলে। সন্ধ্যার পর তাদের জ্ঞান ফিরে। তখন তারা দেখে কচুয়ার দেওয়ান বাড়ির পাশে একটি কলা ক্ষেতে পড়ে আছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে।
উপজেলার সাড়াসিয়া গ্রামের আরিফুল ইসলাম এক শিশুর মামা। আরিফুল ইসলাম বলেন, প্রকৃত ঘটনা কি আমরা কিছুই বুঝতে পারছি না। ওদের বাবা মাকে খবর দেওয়া হয়েছে। পরে প্রকৃত রহস্য জানা যাবে।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |