আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ১১:১২
সখিপুর (টাংগাইল) প্রতিনিধি : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন,সব থেকে নির্যাতিত নারী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এত নির্যাতন ছোট ছেলে মারা যাওয়া, মঈন উদ্দিন ফখর উদ্দিনের অত্যাচার, ফ্যাসিস্ট এর সাথে কোন আপোষ করেননি, তিনি উপমহাদেশের সবচাইতে বেশি দেশ প্রেমিক, তিনি সবসময় বলতেন আমার বিদেশে কোন ঠিকানা এই দেশই আমার ঠিকানা। তিনি ১৮ কোটি মানুষের আলোক বর্তিকা। গণতন্ত্রের প্রত্যেকটি আন্দোলনের সক্রিয় থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন । মেধাবী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উনার বিকল্প নেই।
শুক্রবার (১৫আগষ্ট) সখিপুর রফিক কনভেনশন সেন্টারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত মাস্টার সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জনাব আযম আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের পথে প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন। তিনি মৃত্যুর মুখে পতিত হয়েও কারো সাথে কখনো আপোষ করেননি। সেজন্যই দেশনেত্রী আপেষহীন নেত্রী।দেশনেত্রী বাংলাদেশের সার্বিক উন্নয়নে নিজেকে সব সময় নিয়োজিত রেখেছেন।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |