আজ শনিবার | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৫ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৪:২৪

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর ফার্মগেট এলাকায় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মিথ্যা সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ। মিছিলটি কেআইবি থেকে শুরু হয়ে ফার্মগেট এলাকা হয়ে কেআইবি চত্বরে এসে শেষ হয়। মিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক কৃষিবিদ কে আই এফ সবুর এবং সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা ও কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক কৃষিবিদ রাজীবুল হাসান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের ১নং সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষকদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ নুরুন্নবী ভুইয়া শ্যামল, আমিরুল হক টিপু, ফেরদৌস হাওলাদার, মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ,শফিকুর রহমান নোবেল, নিয়াজ মোরশেদ, আহমেদুল কবির তাপস সহ ঢাকা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতৃবৃন্দ।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |