আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ৮:২৪
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলায় ১নং কাকড়াজান, ২নং বহেড়াতৈল,৩নং গজারিয়া, ৪নং যাদবপুর, ৫নং হাতীবান্ধা ,৬নং কালিয়া, ৭নং দাড়িয়াপুর,৮নং বহুরিয়া, ৯নং হতেয়া রাজাবাড়ি, ১০নং বড়চওনা-এই ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ড,একটি পৌরসভার ৯টি ওয়ার্ড নিয়ে সখিপুর উপজেলা গঠিত। এর মধ্যে ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান বহাল তবিয়তে রয়েছে ও ৪টি ইউনিয়নে ও পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ও ১০টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডে সুবিধাভোগী হতদরিদ্র মানুষ প্রতিনিয়ত বিভিন্নভাবে হয়রানি,অনিয়ম-দুর্নীতির শিকার হওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। প্রতিটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যগন মোটা অংকের টাকা ছাড়া জন্ম,মৃত্যু নিবন্ধন, বয়স্কভাতা,বিধবাভাতা,ভিজিএফ,ভিজিডি,টিসিবি কার্ড প্রদান করেন না।
তেমনি ৬নং কালিয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মো.জামাল হোসেন মিয়া,সচিব সাইদুজ্জামান,৬নং ইউপি সদস্য মামুন এর যোগসাজশে মোটা অংকের টাকার বিনিময়ে ভিডবিøউবি(ভিজিডি) কার্ড প্রদানে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুমা আক্তারের ৯টি কার্ড পরিবর্তন করে অন্য লোকদের নামে নিবন্ধন করেছে। বিষয়টি প্রমানিত হওয়ার পর কালিয়া ইউপি পরিষদে চেয়ারম্যান, সচিব,ইউপি সদস্যগন,গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সচিব সাইদুজ্জামান এই অনিয়ম-দুর্নীতির কথা স্বীকার করেন এবং ওই ৯জনের ২৪ মাসের প্রতি মাসে প্রতিজনকে ৩০ কেজি করে চাল দিবেন বলে দোষ স্বীকার করে সকলের নিকট ক্ষমা চান। তখন উপস্থিত সকলে সিদ্ধান্ত নেন সচিব যেহেতু প্রতিজনকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল হিসাবে ২৪ মাসে একত্রে দিবেন সেহেতু প্রতিমাসে ৩০ কেজি চালের মূল্য এক হাজার টাকা মূল্য নির্ধারন করে ২৪মাসের মধ্যে ৪মাস কমিয়ে ২০মাসের চালের মূল্য আসে ২০হাজার টাকা। ওই নয় জনের প্রতিজনকে ২০হাজার টাকা করে এক লাখ আশি হাজার টাকা দেওয়া হবে। কিন্তু অদ্যবধি টাকা না দেওয়ায় কালিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রুমা আক্তার(৪,৫,৬নং ওয়ার্ড) বাদী হয়ে সখিপুর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে বিচার চেয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। কালিয়া ইউনিয়নে দুইশত কার্ডের মধ্যে বেশির ভাগই বিধিমোতাবেক হয়নি বলে স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্যদের সাথে কথা বলে জানা গেছে। এ বিষয়ে ৬নং কালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো.জামাল হোসেন মিয়া বলেন, আমি অশিক্ষিত মানুষ,সচিব কৌশলে আমার নিকট থেকে দস্তখত নিয়ে অন্যায় করেছে।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |