আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৪:১৯
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক নেতার হুন সেনের সঙ্গে বিতর্কিত ফোনালাপ ফাঁসের জেরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নিয়ে ২০০৮ সালের পর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করলো দেশটি।
আশঙ্কা করা হচ্ছে, এমন পদক্ষেপে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে। আদালত জানিয়েছে, পেতংতার্ন দেশকে উপেক্ষা করে তার ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফাঁস হওয়া ওই ফোনালাপে পেতংতার্ন হুন সেনকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেন। এছাড়া তাকে থাইল্যান্ডের এক উচ্চপদস্থ আর্মি কমান্ডারের সমালোচনা করতে শোনা যায়। তিনি তাকে বিরোধী বলে অভিহিত করেন। ১ জুলাই পেতংতার্নের প্রধানমন্ত্রী পদ স্থগিত করে দেয় আদালত। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, ওই কল রেকর্ড ফাঁস হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর কয়েকমাস পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও শুরু হয়। যা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থামে।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |