আজ রবিবার | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | দুপুর ১:১৮
এ কে খান ,ঢাকা: শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
শনিবার (৩০ আগস্ট, ২০২৫) শেষ হওয়া এই টুর্নামেন্টে তারা মোট ১৮টি পদক জিতে এ গৌরব অর্জন করে। এর মধ্যে রয়েছে ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও ভিডিপি’র দাপট ছিল চোখে পড়ার মতো। তাদের অসাধারণ ক্রীড়াশৈলী ও কৌশল সবাইকে মুগ্ধ করেছে। এ সাফল্যে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা জিতেছে ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক। এছাড়া, ২য় রানার্স-আপ হিসেবে এমএফসি ফেন্সিং ক্লাব ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
ফেন্সিং চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। বাংলাদেশ আনসার ও ভিডিপি’র এই গৌরবময় অর্জন তাদের সুনাম আরও বাড়িয়েছে। একই সাথে দেশের ক্রীড়াঙ্গনেও নতুন এক সাফল্যের গল্প যোগ হয়েছে। দলের এই দারুণ সাফল্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে দেশ ও বিদেশের ক্রীড়াঙ্গনে সাফল্যের এই ধারা অব্যাহত রাখার পরামর্শও দিয়েছেন তিনি।
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৭ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৫ অপরাহ্ণ |