আজ বৃহস্পতিবার | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১০:০৪
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার পৌর এলাকার হাই স্কুল খেলার মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা,দোয়া মাহফিল শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।এ সময় হাজার হাজার নেতা কর্মিদের পদচারনায় ঘাটাইলের কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে এই বর্ণাঢ্য শোভা যাত্রা চলতে থাকে।রং বেরঙের পোশাক,ফেস্টুন, ব্যানার ও দলীয় প্রধান শহীদ জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবির পাশাপাশি লুৎফর রহমান খান আজাদ ও মাইনুল ইসলামের ছবি ও প্লে কার্ড ছিল নেতাকর্মীদের হাতে হাতে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে লুৎফর রহমান খান আজাদ বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি বাংলাদেশী মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। দলটি বাংলাদেশী ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়ার নীতিতে অঙ্গীকারাবদ্ধ।
‘জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।’
পিআর পদ্ধতি সংবিধানে নেই। দেশের জনগণ এটা বুঝে না।গতানুগতিক পদ্ধতিতে আমরা নির্বাচন চাই।তিনি এ উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং ঘাটাইল বাসীকে তার সাথে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান।এ সময় বর্ণাঢ্য র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম,পৌর বিএনপি’র সাবেক সভাপতি মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,দেউলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, জিবি জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাইফুল ইসলাম লাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী আব্দুল বারী,সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম,উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল,মোস্তাক আহমেদ সাগর, খুররম মাসুদ সিদ্দিকী, ইয়াসির আরাফাত শাওন, হাসানুজ্জামান তরুণ, মোহাম্মদ আফজাল হোসেনসহ র্যালিতে আরো উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জনতা দল, কৃষক দল, জিয়া মঞ্চ, মৎস্যজীবী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ঘাটাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি আবুবকর সিদ্দিক।
আজকের এই বর্নাঢ্য কর্মসুচীর অন্যতম সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা জনাব মোঃ শামীম মিয়া।
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৭ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৫ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৩ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩০ অপরাহ্ণ |