আজ রবিবার | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৫৪
ঢাকা, ০৫ সেপ্টেব্মর ২০২৫ (শুক্রবার): দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ০৩৩০-০৯১০ ঘটিকা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে মুড়াপাড়া, রুপগঞ্জ, নারায়নগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ০৫ জন শীর্ষ সন্ত্রাসীদের হতে একটি বিদেশী পিস্তল, পিস্তলের ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড এ্যামোনেশন, বিস্ফোরক, বিপুল পরিমান দেশীয় অস্ত্র, ইয়াবা, ফেনসিডিল ও গাজা সহ পূর্বাচল আর্মি ক্যাম্প কর্তৃক হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ রমজান মোল্লা (৩৫), মোঃ সবুজ (২৬), মেহেদী হাসান (২৫) , এনামুল হক (২৫) এবং সুমন হোসেন (২৩)। তারা নারয়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাদাবাজ শুটার রিয়াজের সহযোগী। তাদের কর্মকান্ডে এলাকাবাসী একপ্রকার জিম্মি হয়ে আছে। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য রুপগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে গত ০৩ সেপ্টেম্বর সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে শুটার রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানের কারণে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে এবং এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।প্রেস বিজ্ঞপ্তি
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৬ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৪ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১০ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২৭ অপরাহ্ণ |