আজ রবিবার | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৪৬
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ওলামা-মাশায়েখদের বেতন বৃদ্ধিসহ সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শনিবার দুপুর ১২টায় শ্রীনগরের ছনবাড়ী স্ট্যান্ডে উপজেলা ওলামা দলের আয়োজিত নবী করিম (সাঃ)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে ওলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
মীর সরফত আলী সপু বলেন, আমরা ক্ষমতায় গেলে ইমাম, খতিব, মাদরাসা শিক্ষকসহ ওলামা-মাশায়েখদের বেতন বৃদ্ধি ও সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। দেশে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, বিদেশি বিনিয়োগ আসবে এবং সাধারণ মানুষ স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারবে।
শ্রীনগর উপজেলা ওলামা দলের সভাপতি হারুন উর রশীদ সারেং এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, দামলা মীরবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফ, কুশারী পাড়া মাদরাসার প্রিন্সিপাল মোঃ সুলতান, রাজদিয়া বাইতুস শরীফ জামে মসজিদের খতিব সোলেমান কাশেমী এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল সহ বিভিন্ন মসজিদের ইমাম ও মাদরাসা প্রিন্সিপালরা।
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৬ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৪ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১০ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২৭ অপরাহ্ণ |