আজ সোমবার | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | ভোর ৫:১৭
শুক্রবার সন্ধ্যার ঘটনা। নানান ধরনের সাংস্কৃতিক আয়োজনে আড্ডামুখর থাকে বিশ্বসাহিত্য কেন্দ্র। কিন্তু দিনটি অন্যদিনের মতো কাটেনি। নিজস্ব আয়োজনের বাইরে মিলনায়তন ভাড়া নিয়ে বাইরের কিছু অনুষ্ঠান ছিল। হঠাৎ করেই উত্তাপ ছড়ায় ‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’ ব্যানারে আসা একদল ব্যক্তি। তারা বিশ্বসাহিত্য কেন্দ্রের সামনে স্লোগান দিতে থাকে ‘ফ্যাসিবাদের দোসররা হুঁশিয়ার সাবধান’।
এই ব্যক্তিদের বিরোধিতার মুখে স্রোত আবৃত্তি সংসদের ‘রবীন্দ্র স্মরণ দ্রোহে, জাগরণে রবীন্দ্রনাথ’ শীর্ষক কবিতা আবৃত্তির অনুষ্ঠান বাতিল করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয়তলার ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এর ঠিক ঘণ্টা খানেক আগে ১০/১২ জনের একটি দল সেখানে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মীদের হলে অনুষ্ঠান করার অনুমতি কেন দেয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন করে। ওই ব্যক্তিদের অভিযোগ, এতে ফ্যাসিবাদকে নতুন করে পুনর্বাসন করার চেষ্টা চলছে। এর আগে সকাল থেকেই নানাভাবে এই অনুষ্ঠানের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিতে থাকে।
পরে স্রোত আবৃত্তি সংসদ ফেসবুকে এক পোস্টে তাদের অনুষ্ঠান স্থগিত করার ঘোষণা দেয়। এ ঘটনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে লেখালেখি।
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৬ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৪ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১০ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২৭ অপরাহ্ণ |