আজ মঙ্গলবার | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৫৭
শ্রীনগর : বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে মুন্সীগঞ্জের আড়িয়াল বিলকে একটি মডেল পর্যটন এলাকায় রূপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার গাদিঘাট এলাকায় আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, আড়িয়াল বিল দেশের একটি প্রাকৃতিক সম্পদ। এর জীববৈচিত্র্য রক্ষায় বিএনপি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেবে। এখানে শুধু মাছ নয়, সবজি ও শস্য উৎপাদনের দিকেও সমান গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আড়িয়াল বিলকে একটি মডেল এলাকায় পরিণত করা হবে বলে সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন মীর সপু ।
আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোট নির্বাচিত হলে আরো যত নানা সমস্যা রয়েছে তা নিরসনে কোজ করার প্রত্যয় ব্যক্ত করেন মীর সরফত আলী সপু । বিএনপি জনগণের পাশে আছে থাকবে ।
মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্যজীবী দল কেন্দ্রিয় কমিটি সাবেক সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, শ্রীনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমীর হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সীগঞ্জের জেলা মহিলা বিষয়ক সভাপতি সেলিনা আক্তার বিনা, মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদ রানা,প্রিস নাদিম,মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৭ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪৩ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৬ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৩ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৮ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২৪ অপরাহ্ণ |