আজ শনিবার | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১০:৩০
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট কার চুপি প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ মনিরুজ্জামান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তিনি এ মন্তব্য করেন । ভোট কারচুপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের মনিরুজ্জামান বলেন আমরা হল গুলোতে কয়েক স্তরে ভোটারদের তথ্য যাচাই ও বাছাই করে ভোট গ্রহণ করেছি। সেখানে একাধিক প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত।
পোলিং অফিসার রিটার্নিং কর্মকর্তারা দায়ীত্ব পালন করেছেন। সার্বক্ষণিক ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ ও জায়ান্প্রট স্ক্রিনে প্রদর্শন করা হয়েছে। সবার সামনেই ভোট হয়েছে। কেউ আমাকে ভোট কারচুপি কিংবা জালিয়াতির মত কোন অভিযোগ করেননি। তিনি বলেন কিছু মানুষের দাবির কারণে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হয়েছে। যা ফল বিলম্বেড় একমাত্র কারণ। যারা পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, তারাই দাযয়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে জাকসুকে বিতর্কিত করতে চেয়েছে। যদি ভোট গ্রহণ প্রক্রিয়ার নিয়ে নির্বাচন কমিশনের কোন সদস্যের অভিযোগ থাকে তাহলে ভোট গ্রহণের দিন পদত্যাগ না করে আজ কেন পদত্যাগ না করে আজ কেন তিনি পদত্যাগ করলেন। এ থেকেই বোঝা যায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করৎেই এমন এমন করা হয়েছে।
সিইসি বলেন , ভোট গণনার কাজে একাধিক শিক্ষক সম্পৃক্ত রয়েছেন। এখানেও সবকিছু সাংবাদিকদের ক্যামেরায় কি হচ্ছে। ভালো-মন্দ তারা বিচার করবেন। তবে ভোট গ্রহণের ক্ষেত্রে আমি বলতে পারি কারচুপি কিংবা জালভোটের মত কোন ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে চলে যাব। নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে চাকরি ছাড়ার পর কোন পেনশনের টাকা গ্রহণ করবে না বলে তিনি এ মন্তব্য করেন।
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৪ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২১ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৪ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২০ অপরাহ্ণ |