আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:০৭
আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘ডিজিটাল পোস্টাল ভোটিং’ চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ উদ্যোগের ফলে মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা নিজ অবস্থান থেকেই ভোট প্রদান করতে পারবেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) কুয়ালালামপুরের জি টাওয়ারে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক এক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার। সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
নির্বাচন কমিশনার তার বক্তব্যের শুরুতে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বর্তমান নির্বাচন কমিশন আন্তরিকভাবে কাজ করছে। এবারই প্রথমবারের মতো প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।”
তিনি জানান, প্রবাসীদের জন্য তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে ভোটার হিসেবে আবেদন ও নিবন্ধনের ব্যবস্থা রাখা হবে। নিবন্ধিত ভোটাররা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রক্রিয়ায় যুক্ত হবেন। পরবর্তীতে ডাকযোগে প্রেরিত ব্যালট পেপার পূরণ করে নির্দিষ্ট খামে রিটার্নিং অফিসারের কাছে ফেরত পাঠাতে হবে। ভোটাররা তাদের ব্যালট পেপারের গন্তব্য অনলাইনে ট্র্যাক করার সুযোগও পাবেন।
ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা প্রবাসীদের ভোটদানের সুযোগ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাইকমিশন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াটি সফল করতে সব ধরনের প্রচার-প্রচারণা চালাবে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করেন এবং উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় প্রবাসী কমিউনিটি নেতা, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |