আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৪:২০
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা বেল্লাল হোসেনের দলীয় পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানার ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানাধীন ২৬নং ওয়ার্ড বিএনপির আপনার সাধারণ সম্পাদক পদ আগামী ৩ (তিন) মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। উল্লেখ্য যে, এরপরও আপনি নিজেকে সংশোধন না করলে আপনাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে।’
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এদিকে শুধু বিল্লাল নয় সাংগঠনিক বিরোধী কার্যক্রমের নানা অভিযোগ রয়েছে আরো কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন নাম না প্রকশে তৃনমুলের নেতাকর্মীরা । তদন্ত সাপেক্ষে সকল অপরাধের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া জরুরি ।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |