আজ বৃহস্পতিবার | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:৫৮
সরকারি তিতুমীর কলেজের ১০ তলা বিশিষ্ট নতুন অপরাজিতা ছাত্রী নিবাসের লিফটে অনেক দিন ধরে ফ্যান না থাকায় গরমের মধ্যে কষ্টে ভুগছিলেন মেয়ে শিক্ষার্থীরা। তীব্র গরমে লিফটে উঠলে ভেতরে দমবন্ধ অবস্থা হতো। এই সমস্যা দূর করতে এগিয়ে এসেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) অপরাজিতা ছাত্রী নিবাসের লিফটে এই ফ্যান বসানো হয়। ব্যক্তি উদ্যোগে পুরো কাজটি করেন নোবেল ইসলাম সূর্য।
সূর্য বলেন, মেয়েদের হল থেকে আমার সাথে কয়েকটা মেয়ে যোগাযোগ করে বলে ভাইয়া আমাদের হলের লিফটে ফ্যান প্রয়োজন। শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছে ভেবে চুপ থাকতে পারিনি। একটা ছোট কাজ হয়ত বড় স্বস্তি দিতে পারে—এই ভাবনা থেকেই ফ্যান বসিয়েছি।
“ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেছে। আমাদের রাজনীতি শুধুই বক্তৃতা কিংবা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়—মানবিক কাজে অংশ নেওয়াই আমাদের আদর্শ।”
ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। শুধু মিছিল-মিটিং নয়, দরকারে সাহায্য করাও আমাদের দায়িত্ব।
তিনি আরো বলেন, আমরা চাই এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা আরাম ও নিরাপত্তা অনুভব করুক। তাই এমন ছোট ছোট উদ্যোগ নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
ছাত্রদল নেতার এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। স্বস্তি প্রকাশ করে ছাত্রী নিবাসের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী পিংকি বলেন, লিফটে গরমে উঠতে কষ্ট হতো। এখন অন্তত কিছুটা স্বস্তি মিলছে। এজন্য ধন্যবাদ জানাই।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |