আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ৮:২৯

সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে অটোভ্যান চুরি করে পালানোর সময় জহিরুল ইসলাম(৩২) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। তিনি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার রামদেব বাড়ির আ: রশিদ মিয়ার ছেলে।
শুক্রবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের হারিঙ্গাচালা পাওদোয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহতের লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের বাবলু মিয়ার অটোভ্যান চুরি করে পালানোর চেষ্টা করে। পরে পাওদোয়া চালা গ্রামে গেলে চোর জহিরুলকে হাতেনাতে ধরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হয়। অন্যদিকে ওই দিন সকালে শাকিল (২৪) নামের এক মোটর সাইকেল চোরকে আটক করে জনতা। সে কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া থেকে মোটসাইকেল চুরি করে পালানোর সময় কাকড়াজান ইউনিয়নের কাজীরামপুর আলীর মোড় এলাকায় জনতার হাতে ধরা পড়লে গনপিটুনি দিয়ে তাকে পুলিশে দেয়।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আবুল কালাম ভুইয়া জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৪৪ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:০০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৯ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪১ অপরাহ্ণ |