আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৩২

বিশেষ প্রতিবেদক : সম্প্রতি ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা বিএনপির ২৬ নং ওয়ার্ড এর স্থগিত হওয়া সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনকে নিয়ে রাজনৈনিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা তুঙ্গে । বিগত দিনে বেল্লালের সংগঠন বিরোধী কর্মকান্ডের নানা তথ্য উপাত্ত থর থর করে বের হয়ে আসছে। 
ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি বেল্লালের ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ আগামী তিন মাসের জন্য স্থগিতাদেশের সমন জারি করেছে । গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানাধীন ২৬নং ওয়ার্ড বিএনপির আপনার সাধারণ সম্পাদক পদ আগামী ৩ (তিন) মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। উল্লেখ্য যে, এরপরও আপনি নিজেকে সংশোধন না করলে আপনাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে-এমন হুঁশিয়ারি ছিল উত্তর বিএনপির।’
অন্যদিকে তেজগাঁও থানা বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বরাবর একটি অভিযোগ দায়ের করেছে গত ১৩ /০৯/২০২৫ ইং । যেখানে কাওরান বাজার এলাকায় বেল্লালের চাঁদাবাজির একটি ফিরিস্তি তুলে ধরা হয় । যা ছিল কল্পনার বাহিরে ।
এর পর থেকেই বেল্লালের অপকর্মের থলের বিড়াল বের হয়ে আসছে পর্যায়ক্রমে। বেসরকারি টিভি চ্যানেল ৭১ টিভি একটি অনুসন্ধান রিপোর্ট করে । যেখানে বেল্লাল দলের চেয়ারপারসন ,বেগম খালেদা জিয়ার উপর হামলার মামলা নিয়ে যে অর্থ বাণিজ্য এবং সুনির্দিষ্ট আসামীদেরকে মামলা থেকে বাদ দিয়ে যে অপরাধ করেছে এর দায় কি বিএনপি নিবে নাকি ব্যক্তি বেল্লাল নিবে এমন প্রশ্ন তৃনমুলের নেতা কর্মীদের মাঝে । বেগম খালেদা জিয়ার উপর হামলা মামলার আসামিদের সাথে তার রয়েছে ব্যাপক সক্ষতা।( ছবি সংযুক্ত)
আর্থিক সুবিধা নিয়ে যাদের মামলা থেকে বাদ দেয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম ব্যক্তি পূর্ব তুরীবাজার এর সেলিম রেজা ও তার ভাই মুক্তার । এরা রাজপথে আওয়ামীলীগের পক্ষে সরব ছিল । এদেরকে এখন বিএনপি বানাতে মরিয়া বেল্লাল হোসেন । তাদের সাথেই তার এখন দহরম-মহরম সম্পর্ক( ছবি সংযুক্ত) ।
এটি শেষ নয় যুবললীগের কাওরানবাজার ভিত্তিক শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ লোকমানের একজন সহযোগী হিসেবেও ছিল বিল্লাল । সেই লোকমান এর চাঁদাবাজির রাজত্ব এখন বিএনপি নামধারী ছদ্দবেশী বেল্লালের উপর । যে লোকমানের নেতৃত্বে ফার্মগেট , কাওরানবাজার , সোনারগাঁও মোড় এলাকায় অস্রের মহড়া ছিল নিত্তনৈমিত্তিক ব্যাপার ।
বেল্লালের সকল অপকর্ম এখন দলের উপরেই বর্তায় । বেল্লালকে পিছন থেকে কারা সহযোগিতা করে যাচ্ছে তা এখন খতিয়ে দেখা জরুরি । ২৬নং ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপি বেল্লালের অপকর্মের দায়ভার এড়াতে পারে না এমনটা বলছেন তৃনমুলের নেতাকর্মীরা ।বেল্লাল কোন ভাইয়ের রাজনীতি করে তাও খতিয়ে দেখতে হবে উত্তর বিএনপিকে ।
তিন মাসের যে স্থগিতাদেশ দিয়েছে উত্তর বিএনপি এটি কি বেল্লালের অপকর্মকে সাময়িক ঢেকে দেয়ার কৌশল কিনা ? বেল্লাল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে যে ধান্দাবাজি করেছে এটা একটি জঘন্য তম অপরাধ । এই অপরাধ খাটো করে দেখার সুযোগ নাই । অবিলম্বে তাকে দ্রুতই স্থায়ী বহিস্কার করলে দলের সেইন অব কমান্ড বহাল থাকবে । দলের সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা হবে এমনটা মনে করছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা । একেই সাথে দলীয় ভাবে দ্রুতই একটি তদন্ত কমিটি গঠন করে আইনের হাতে তাকে সোপর্দ করাও জরুরি ।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |