আজ বৃহস্পতিবার | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:৩৩
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে—সম্প্রতি দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব খবরে উল্লেখ করা হয়েছে যে তথাকথিত ভিসা প্রসেসিং সেন্টার uaevisaonline.com-এ প্রকাশিত একটি আর্টিকেলকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে—এই ধরনের কোনো ঘোষণা তাদের পক্ষ থেকে দেয়া হয়নি।
দূতাবাসের পক্ষ থেকে ওয়েবসাইটটি পর্যালোচনা করে দেখা গেছে, এর নিবন্ধনকারী ও কারিগরি যোগাযোগের ঠিকানা যুক্তরাজ্যের, নিবন্ধকের যোগাযোগ নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে প্রদত্ত কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের। যদিও কোম্পানির প্রধান কার্যালয়ের ঠিকানা দুবাইয়ে উল্লেখ করা হয়েছে, দূতাবাসের যাচাইয়ে দেখা গেছে—ওই ঠিকানায় প্রদত্ত বিল্ডিং বা বাসা নম্বরের কোনো অস্তিত্ব নেই।
এছাড়া কোম্পানির অতীত কর্মকাণ্ড নিয়ে পাওয়া কাস্টমার রিভিউতে বেশিরভাগ ক্ষেত্রেই আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে বলেও দূতাবাস জানিয়েছে।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নাগরিকদের উদ্দেশে দূতাবাস বলেছে, এ ধরনের ভিত্তিহীন ও ভুয়া সংবাদে বিভ্রান্ত না হতে এবং তথ্য বা সংবাদ প্রচার ও শেয়ার করার ক্ষেত্রে আরো দায়িত্বশীল হতে হবে।সূত্র: মানবজমিন
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |