আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:০৬
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ উচ্চ আদালতের রায়ে সরকারের সম্পত্তি সরকারের নামেই থাকবে আদেশ থাকা সত্বেও আমলাদের উদাসিনতায় সরকারের ভুমি ব্যক্তি মালিকের নামে ২ রেকড সম্পন্ন। আশুলিয়ার দিয়াখালী মৌজার ৬১১ শতাংশ ভুমি সিএস ও এসএ রেকর্ড মোতাবেক সরকারের ভুমি ভুয়া অদৃশ্য কাগজ পত্রাদী দিয়ে ব্যক্তি মালিকের নামে আরএস ও বিআরএস রেকর্ড। ভুমি সংস্কারে জটিলতা থাকা সত্বেও ওই ভুমি অফিস থেকে কখনো বাৎসরিক লীজ দিচ্ছে আবার খাস আদায় করছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ১৯৫৭ সালে তৎকালীন সরকার অত্র এলাকার জনসাধারনের জিবন মান উন্নয়নের জন্য ৬১১ শতাংশ ভুমি গো-চারন, চাষাবাদ, মৎস আহরনসহ সকল সুবিধা ভোগ করার জন্য প্রদান করেন। একটি বন্ধোবস্ত দলিল দিয়া আরএস জড়িপ কালে স্থানীয় আলতাব উদ্দিন মৃধার নামে ৮৮ খতিয়ানে ১৬১,১৬৩,১৬৪ দাগে ৬১১ শতাংশ ভুমি সরকারী জরিপ ভুমি আর এস রেকর্ড হয়। তৎসময় আরএস রেকর্ডীয় মালিক গাজিরচট এ এম উচ্চবিদ্যালযের নামে কতক অংশ দানপত্র দলিল করে দেন। ২০০৩ সালের দিকে বিআরএস জরিপ শুরু কালে ওই ভুমি আরএস রেকর্ডীয় মালিক আলতাব মৃধার নামে ও গাজিরচট এ এম উচ্চবিদ্যালযের নামে সমান অংশে ৭১৮৮ খতিয়ানে ৬০৮ শতাংশ ভুমি রেকর্ড হয়্ । কাগজ পত্রাদী পর্যালোচনায পাওয়া যায়, এই রেকর্ডীয় মালিক আলতাব মৃধাকে বিবাদী করে বিজ্ঞ জজ আদালতে জৈনক লিয়াকত মীর গংরা সরকারের পক্ষে ৫৬৭/৮০ নং নালিশী মোকাদ্দমা করেন। ওই মোকাদ্দমা পর্যালোচনা করে বিজ্ঞ আদালত উল্লেখিত তপসিল বর্নিত সম্পত্তি ১ নং খাস খতিয়ান ভুক্ত করার আদেশ দেন। বিজ্ঞ জজ আদালতের আদেশের প্রেক্ষিতে আলতাব মৃধা ৩০৫/১৯৮৩ একটি আপিল মোকাদ্দমা দায়ের করিলে উচ্চ আদালত নি¤œ আদালতের আদেশ বহাল রেখে আদেশ ও ডিগ্রী প্রদান করেন এবং তপসিল বর্নিত সম্পত্তি ১ নং খাস খতিয়ান ভুক্ত করার আদেশ দেন। যা এখনো আদেশ তামিল করেননি সরকার পক্ষ যার কারনে আলতাব মৃধার নামে বিআরএস রেকর্ড হয়ে যায়। সরকারী সম্পদ রক্ষা করার দায়িত্ব থাকলেও অদৃশ্য কারনে এই ভুমি নিয়ে সরকারী আমলারা ধ্রæ¤্রজাল সৃষ্টি করে রেখেছে। এসকল জটিলতার কারনে ভুমি অফিস কর্তৃক লীজমানী অথবা খাস আদায় হলেও মৎস চাষ করতে পারছেনা এমনকি সহযোগিতা পাচ্ছেনা ইজারা গ্রহিতা। দেখা গেছে ২০০২ সাল থেকে প্রতিবছর এই তপসিল বর্নিত ভুমি মৎস চাষ করার জন্য ইজারা দেওয়া জন্য পত্রিকার মাধ্যমে দরপত্র আহবান করেন। যথাসময়ে দরপত্রের মাধ্যমে সরকার দরপত্র প্রাপ্তীদের নিকট থেকে ইজারা মানি আদায় করছেন। এবছর ১৪৩২ বাংলা এর ইজারা বহির্বুত থাকায় দরপত্র বাতিল হয়্ । মৎস চাষ করতে ইচ্ছুক বাতিঘর শ্রমজিবী সমবায় সমিতির পক্ষে সভাপতি মোঃ আজিজুল হক মীর আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) এর বরাবর খাস আদায়ের আবেদন করেন এবং গত ৮ জুলাই আশুলিয়া শাখা এক্সিম ব্যাংক লিমিটেডে ২৫২৬-০০০০৩৭৬৯০৯১ নম্বরে টাকা জমা দেন। কিন্তু ইজারাকৃত সম্পত্তি আওয়ামীলীগ নেতার দখলে থাকায় মৎস চাষ করতে পারছেনা ওই সংগঠন। এ বিষয়ে জানতে চাইলে বাতিঘর শ্রমজিবী সমবায় সমিতির সভাপতি আজিজুল হক মীর বলেন, পুকুরটি রক্ষনাবেক্ষন করে মৎস চাষ করার জন্য আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার বরাবর খাস আদায়ের অর্থ প্রদান করেছি। কিন্তু দখলে রেখেছে আওয়ামীলীগ নেতা দেলোয়ার মীর। এবিষয়ে আশুলিয়া থানায় ও আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |