আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৪১

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবিতে পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন ইসফাক আহসান। তিনি সাবেক যুবলীগ নেতা, ২০২৪ এর নির্বাচনে যিনি আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন। গণহত্যার দায়ে অভিযুক্ত একটি দলের মনোনয়ন চাওয়া একজন বিসিবির পরিচালক পদে আসার পর সমালোচনা শুরু হয় চারদিকে। অনেকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জড়িয়ে নানা রকমের মন্তব্য করতে থাকেন। শোনা যায়, পরিচালক হতে মোটা অঙ্কের অর্থের লেনদেন করেছেন ইসফাক।
এতেই টনক নড়ে জাতীয় ক্রীড়া পরিষদের। বিসিবি পরিচালক পদ থেকে ঘন্টা পাঁচেকের মধ্যেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এনএসসি। বিষয়টি নিশ্চিত করে এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বিসিবির নতুন বিতর্কিত পরিচালক ইসফাক আহসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এনএসসির। নতুন পরিচালকের নাম ঘোষণা আসবে মঙ্গলবার।’
এম ইসফাক আহসান সবশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ছিলেন। তিনি চাঁদপুর-২ আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন। সে আসন থেকে আওয়ামী লীগের পক্ষে তার প্রচার-প্রচারণার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে রয়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি। দলটির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্যও ছিলেন, তার আগে তিনি দীর্ঘদিন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। গণহত্যার দায়ে অভিযুক্ত দল আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চাওয়া ও দলটির সহযোগী একজন কীভাবে বিসিবির পরিচালক হলো, তাও আবার জাতীয় ক্রীড়া পরিষদের কোটা থেকে, তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শোনা যায় বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে পরিচালক কর হয় তাকে।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |