আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:০৬
শনিবার সকাল সোয়া ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে র্যাবের মিনিবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে র্যাবের মিনিবাসের চালক এএসআই আবদুল আলীম (৩৩), আফরোজা (৩৫) ও শিশু পিয়াম (২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিঁড়ি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিল। আর র্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিলো। এ সময় ফতুল্লা নামক স্থানে বাস ও মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল নিলে চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন। আর র্যাবের গাড়িচালক আলীম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টনমেন্টে নিলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার রাসেদ জানান, আমাদের ব্যবহৃত মিনিবাস কুয়াকাটার উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে বিপরীত থেকে আসা ধানসিঁড়ি বাসটির সংঘর্ষ হয়। এতে মিনিবাসটি দুমড়ে মুচড়ে যায়। চালক এএসআই আব্দুল আলীম এবং এসআই প্রেসেনজিতের ছেলে পিয়াম মারা যান।
পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, ‘মরদেহগুলো উদ্ধার থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |