আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৪৯

নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ঢাকা, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা থেকে হাজারো মানুষ ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান দিয়ে প্রেসক্লাব চত্বরে জড়ো হন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম খান বেলাল, সাধারণ সম্পাদক (ডিআইজি) আব্দুল মাবুদ দুলাল, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান আলো প্রমুখ। এছাড়া ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন সামাজিক সংগঠনও সমাবেশে অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, প্রশাসনিক বিভাজনের নামে দেশের অন্যান্য এলাকায় নতুন বিভাগ গঠিত হলেও নোয়াখালী অঞ্চল বছরের পর বছর অবহেলিত থেকে গেছে। নোয়াখালী বিভাগের দাবিকে এগিয়ে নিয়ে আসতে সমাবেশে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, মুক্তিযোদ্ধা ও প্রবাসী পরিবারের সদস্যরা অংশ নেন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার যেখানে লেখা ছিল, ‘নোয়াখালীর উন্নয়নের জন্য বিভাগ চাই’, ‘আমরা অধিকার চাই, অনুগ্রহ নয়’, ‘দিতে হবে, দিয়ে দাও নোয়াখালী বিভাগ চাই’, ‘দাবি মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই’ ইত্যাদি। বক্তারা আরো জানান, নোয়াখালী জেলা ও এর আশপাশের ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ দক্ষিণ-পূর্বাঞ্চল বহু বছর প্রশাসনিক ও অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে আছে। সরকারি দফতরগুলোর অধিকাংশই চট্টগ্রাম বা ঢাকা কেন্দ্রিক হওয়ায় স্থানীয়রা প্রশাসনিক কাজে দূরে যেতে বাধ্য হন। তারা বলেন, নোয়াখালী বিভাগ হলে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটনেও ব্যাপক উন্নয়ন হবে।
স্থানীয় সংগঠকরা জানান, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় ইতোমধ্যে মানববন্ধন, মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। আগামী সপ্তাহে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি দেয়ারও ঘোষণা দেয়া হয়েছে।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |