আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৩৪

বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ‘ফেসবুক পেজে সাইবার হামলা’ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এদিন বেলা পৌনে ১২টা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজে এটি সরাসরি সম্প্রচার করা হয়। কিন্তু সম্প্রচার চলাকালে দুর্বৃত্তরা পেজে সাইবার হামলা করে এটি বন্ধ করে দেয়। পরে প্রসিকিউশনের তৎপরতায় সেটি দ্রুত উদ্ধার করা হয় বলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিং-এ সাংবাদিকদের এসব জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘আজকে আমাদের এই মামলার আর্গুমেন্টগুলো যখন লাইভ সম্প্রচার করা হচ্ছিল, তখন ফেসবুক পেজটাকে সাময়িকভাবে ডিজেবল করে দিয়েছিলো। যদিও সেটি উদ্ধার করা সম্ভব হয়েছে।’
তারা যে আমাদেরকে ভয় পায়, এই যুক্তিতর্ক, এখানে যে এভিডেন্স, তাদের নিষ্ঠুরতার যে বর্ণনা—এটা গোটা দুনিয়াবাসী যেন জানতে না পারে, সেজন্যই এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে শেখ হাসিনাসহ ৩জনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন।
এরপর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিজেদের যুক্তি তুলে ধরবেন। সবশেষে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আগামী কয়েক কার্যদিবস এই যুক্তিতর্ক চলবে। এরপর মামলাটি রায়ের অপেক্ষমাণ থাকবে।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |