আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:০৬
ইবি থানা প্রতিনিধি।।বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় আলামপুর পশুহাট, বিত্তিপাড়া বাজার, লক্ষীপুর বাসস্ট্যান্ড, হরিনারায়নপুর বাজার ও পশ্চিম আব্দালপুরসহ বিভিন্ন জনবহুল এলাকায় লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তাঁর নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, “এই ৩১ দফা কর্মসূচি হলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক অধিকার রক্ষা এবং জনগণের সরকার প্রতিষ্ঠার একটি সুনির্দিষ্ট রূপরেখা।”
অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। আমরা বিশ্বাস করি, জনগণ জেগে উঠেছে। এই আন্দোলন এখন ঘরে ঘরে পৌঁছে গেছে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি জনগণের শক্তিতে জয়ী হবে। আমাদের লক্ষ্য একটাই—গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনে অংশ নিতে হবে।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |