আজ বৃহস্পতিবার | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:৩১
বিডি দিনকাল ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, মোঃ আসাদুজ্জামান মোড়ল সরকারি চাকরি করেন । একেই সাথে এই কর্মকর্তা “অংগীকার ৯২” নামের একটি সংগঠনের মুখপাত্রও । পলাতক নিক্সন চৌধুরীর দিক নির্দেশনায় জাতীয় সংসদ নির্বাচনী আসন সীমানা আনদোলনে “অংগীকার ৯২” ব্যানারে মাঠে নামেন।
ফরিদপুর -ভাঙা আসনে সীমানা আন্দোলনে রাস্তায় নেমে ঢাকা- খুলনা এবং ঢাকা – বরিশাল মহাসড়ক অবরোধ করে । পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গেলে আইন শৃংখলা বাহিনীর সাথে আন্দেলনকারীদর সংঘর্ষ হয় । আইন – শৃংখলার উল্লেখযোগ্য অবনতি হয় ।
আন্দোলনের নামে দেশের পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতেই ফরিদপুরের সেই নিক্সন চৌধুরীর সার্বিক তত্বাবধানে অন্নান্ন আন্দোলন কারীদের সাথেও আন্দোলন করেন এই কর্মকর্তা আসাদুজ্জামান মোড়ল। নিক্সন চৌধুরীর সহযোগী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সময়ে ব্যাপক প্রভাব খাটিয়ে নানান অপকর্ম করেছেন ।
এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, মোঃ আসাদুজ্জামান মোড়ল সরকারি চাকুরীতে বহাল থাকা অবস্থায় এই ধরণের আন্দোলনে অংশগ্রহণ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয় ওই এলাকায় । আসন সীমানার আন্দোলনে তার এই অংশগ্রহণ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে ফরিদপুর সংসদীয় আসন-৪ (ভাঙ্গা-সদরপুর ) এলাকা বাসীর পক্ষে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খ .ইকবাল হোসেন সেলিম একটি অভিযোগ দায়ের করেছেন গত ০৯ সেপ্টম্বর ২০২৫ ইং ।
অভিযোগ এ তিনি উল্লেখ করেছেন যে , এই কর্মকর্তা আসাদুজ্জামান মোড়ল সরকারী কর্মকর্তা হয়ে কিভাবে এই আন্দোলনে অংশগ্রন করেন । তিনি বলেন , এই কর্মকর্তা সরকারী চাকুরী আইন-২০১৮ ও আইসিটি আইন লঙ্গন করে নিক্সন চৌধুরীর নির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা থানায় বিশৃঙ্খলা সৃষ্টিপূর্বক জনজীবনে ভোগান্তি ও আইনশৃঙ্খলা লঙ্গন করছেন ।
তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, এই কর্মকর্তা ভাঙ্গা থানার বাসিন্দা । স্বৈরাচারী পলাতক শেখ হাসিনার নিকট আত্মীয় নিক্সন চৌধুরীর বিশেষ অনুসারী। “অঙ্গীকার ৯২” নামের একটি সংগঠন রয়েছে আসাদুজ্জামান মোড়লের । এই সংগঠনের ব্যানারে তিনি ( মোহাম্মদ আসাদুজ্জামান মোড়ল ) আওয়ামীলীগের স্থানীয় রাজনীতির সাথে জড়িত । নিক্সন এমপি থাকাকালীন সময়ে তিনি সরকারী চাকুরী আইন -২০১৮ লঙ্গন করে এমপির সাথে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করতেন এবং গর্বের সাথে প্রকাশ করতেন যে , নিক্সন মন্ত্রী হলে তিনি তার এপিএস হবেন । এমন কি আসাদুজ্জামান মোড়ল ১০ম গ্রেড এর কর্মচারী হয়ে প্রয়াত শেখ মুজিবের কবরে গিয়ে ফুল দিয়ে দলীয় আনুগত্য প্রকাশ করতেন সব সময় ।
তার বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ রয়েছে যে , নিক্সন চৌধুরীর নির্দেশ মোতাবেক সাপ্তাহিক ছুটির দিন স্বশরীরে উপস্থিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করতেন এবং ছুটি ব্যতীত অন্য দিন ঢাকায় বসে সামাজিক যোগাযোগের মাধ্যম ভাঙ্গা থানা এলাকায় গাড়ি ভাঙচুর সহ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সরকারী চাকুরী আইন ২০১৮ ওআইসিটি আইন লঙ্গন করে পলাতক নিক্সন চুধুরীর নির্দেশ মোতাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা থানায় বিশৃঙ্খলা সৃষ্টিপূর্বক জনজীবনে ভোগান্তি ও আইনশৃঙ্খলা লঙ্গনের জন্য সরু ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান মোড়ল এর শাস্তির দাবি জানিয়েছে ভাঙ্গবাসী ।
এই আসাদুজ্জামানের বিরুদ্ধে এর আগেও নানা অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে বিভিন্ন মিডিয়াতে ধারাবাহিক সংবাদ প্রকাশ হয় । তার পরেও বহাল তবিয়তে দুর্দান্ত প্রভাবশালী হয়ে কাজ করে যাচ্ছে নিক্সন চৌধুরীর অনুসারী ও “অঙ্গীকার ৯২”এর মুখপাত্র ।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিগত ১৭ বছরের নিয়োগ ও বদলি বানিজ্য এবং সরকারি অর্থ লুটপাটকারী কয়েকজনের মধ্যে চিহ্নিত সিন্ডিকেট এর মূল হোতা আসাদুজ্জামান মোড়ল।
বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের লুটপাট এর অন্যতম সহযোগি আসাদুজ্জামান এর বিরুদ্ধে একটি বিভাগীয় তদন্ত মূলক শাস্তির ব্যবস্থার জোর দাবি জানান এলাকার জনগণ ।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |