আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:০৬
উত্তরা প্রতিনিধি : রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে অবস্থিত একটি কর্পোরেট অফিসের ভল্ট রুম থেকে চুরি হওয়া এক কোটি টাকার মধ্যে ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রাশেদ নিজাম (৩৭) এবং মো. সাইদুর রহমান (৪৩)। রাশেদ নিজাম উইন্ডি গ্রুপের ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার লাকসাম থানার জগতপুর এলাকার মীর হোসেনের ছেলে। অপর আসামি সাইদুর রহমান সাভারের বাজার রোড এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
ডিসি মহিদুল ইসলাম জানান, চলতি মাসের ৩ ও ৪ অক্টোবর উইন্ডি গ্রুপের কর্পোরেট অফিসের ভল্ট রুম থেকে এক কোটি টাকা চুরি হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ডিজিএম (এডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) মো. হাসিম মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।
পুলিশের তদন্তে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে মামলার মূল আসামি রাশেদ নিজামকে ৩০ লাখ টাকাসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে পরে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে সাইদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে আরও ২৯ লাখ টাকা উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, “এটি একটি পরিকল্পিত চুরি। আসামিরা দীর্ঘদিন ধরে অফিসে কাজের সুবাদে ভল্ট রুমের নিরাপত্তা ব্যবস্থা ও অর্থের অবস্থান সম্পর্কে অবগত ছিল।”
ডিসি মো. মহিদুল ইসলাম বলেন, “চুরি হওয়া অর্থের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে। আমরা আশাবাদী খুব শিগগিরই অবশিষ্ট টাকাও উদ্ধার করা সম্ভব হবে।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |