আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:০৮
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা:-নেত্রকোনা’র আটপাড়া উপজেলায় গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে শুরু হওয়া “মরহুম আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট আটপাড়া ২০২৫” এর ফাইনাল খেলা গতকাল ১৭ অক্টোবর ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার হওয়ার কথা ছিল। কিন্তু উক্ত খেলায় “প্রধান অতিথি” নির্ধারণ করা নিয়ে সৃষ্ট বিতর্কের কারণে অবশেষে খেলাটি স্থগিত করে “টুর্নামেন্ট কর্তৃপক্ষ”।
টুর্নামেন্ট কর্তৃপক্ষ “মো. রাসেল তালুকদার” বলেন,
গতকাল শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫ ইং তারিখ “মোবারকপুর একাদশ বনাম খন্দকার স্পোর্টিং ক্লাব” এর মাঝ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী আমরা “টুর্নামেন্ট কর্তৃপক্ষ” সকল প্রকার প্রস্তুতিও সম্পন্ন করি। উক্ত খেলায় কেন্দ্রীয় বিএনপির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপি’র সদ্য নির্বাচিত সাধারণ সাম্পাদক “জনাব মো. রফিকুল ইসলাম হিলালী” সাহেবকে প্রধান অতিথি করা হয়। “জনাব মো. রফিকুল ইসলাম হিলালী” সাহেবকে প্রধান অতিথি করায় “মোবারকপুর একাদশ” ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানায়। এমতাবস্থায় টুর্নামেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে আপাদত উক্ত ম্যাচটি স্থগিত করা হয়েছে। পরবর্তিতে উভয় টিম কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পুনঃ তারিখ নির্ধারণ করে খেলাটি সম্পন্ন করা হবে।
“মোবারকপুর একাদশ” এর টিম কর্তৃপক্ষের প্রতিনিধি মো. কাইয়ুম তালুকদার বলেন, গতকাল ১৭ অক্টোবর ২০২৫ ইং তারিখ “মরহুম আরাফত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর ফাইনাল ম্যাচ খেলার কথা “মোবারকপুর একাদশ ও খন্দকার স্পোর্টিং ক্লাবের মাঝে। টুর্নামেন্ট কর্তৃপক্ষ উক্ত খেলায় “রফিকুল ইসলাম হিলালী” সাহেবকে প্রধান অতিথি করা নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে খেলা চললে সামাজিক শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমরা টুর্নামেন্ট কর্তৃপক্ষকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করি। এমতাবস্থায় টুর্নামেন্ট কর্তৃপক্ষ আপাদত খেলাটি স্থগিত করেছেন বলে আমাদের জানিয়েছেন।
খন্দকার স্পোর্টিং ক্লাবের টিম কর্তৃপক্ষ ‘ইমন খন্দকার’ বলেন,
আটপাড়ায় “মরহুম আরাফাত রহমান কোকো’র” নামে ফুটবল টুর্নামেন্ট ছাড়া হয়েছে। তাই আমরা “মরহুম আরাফাত রহমান কোকো” স্মরণে উক্ত খেলায় অংশ গ্রহন করেছি এবং অত্যান্ত মর্যাদাপূর্ণ ভাবে ফাইনালে পৌছেছি। গতকাল শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫ ইং তারিখ ফাইানাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ফাইনালে অংশগ্রহনকারী আমাদের প্রতিপক্ষ টিম মাঠে আসবেন না বলে আমাদের জানিয়েছে। তাই আমারও আমাদের নির্দিষ্ট প্রতিপক্ষ না পেয়ে খেলা বর্জন করেছি। এমতাবস্থায় টুর্নামেন্ট কর্তৃপক্ষ আপাদত খেলাটি স্থগিত করেছেন, যা পরবর্তীতে উভয় টিম কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পুনঃ তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে শুরু হওয়া জনপ্রিয় এই ফুটবল টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হলেও, ফাইনাল ম্যাচটি “প্রধান অতিথি” বিতর্কে স্থগিত করে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এতে ফুটবল প্রেমী দর্শকের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা বলছেন একজনকে “প্রধান অতিথি” করা নিয়ে একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ স্থগিত হওয়া অত্যন্ত দুঃখজনক।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |