আজ শনিবার | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৫ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ১:১৬

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণিদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার তালিমঘরের গ্রিন হেভেন প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণ, সবুজায়ন ও ফলের গাছ’ বিষয়ক আলোচনা সভা ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ এবং চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. এমএ সামাদ।
বিশেষ অতিথি অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আমীন শরীফ, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রনী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উলফাৎ জাহান, সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূইয়া, হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান রবিন, বাকৃবির প্রফেসর ড. উজ্জ্বল কুমার নাথ, কনসালটেন্ট মিজানুর রহমান, আরডিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর উদ্দিন।
অনুষ্ঠানে এমএ সামাদ বলেন, ‘বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি ছায়া দেয়, বাতাসকে শুদ্ধ রাখে, জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণের মাধ্যমে গ্রীন হাউস গ্যাস কমিয়ে পরিবেশকে সুস্থ রাখে। বৃক্ষ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বহু প্রাণী-পাখির আশ্রয়স্থল হিসেবেও কাজ করে।’অনুষ্ঠানে প্রশিক্ষিত কৃষকদের মাঝে রাম্বুটান, পারসিমন, লঙ্গান, এভোকাডো, এরাবিকা কফি, কাজু বাদাম, চেরি, ডুরিয়ান, সফেদা, শরিফা, আনার (পাকিস্তানী), মাঝেরী, জাম্বুরা, কঠবেল, আতা, মিষ্টি তেতুল, মাল্টা, লাল পেয়ারা, ডালিমসহ নানা জাতের দেশি-বিদেশি ফলের চারা বিতরণ করা হয়। প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |