আজ বৃহস্পতিবার | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:১৪
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোশাররফ হোসেন খোকনের জামিনের আবেদন খারিজ করে জেলহাজতে পাঠানোর তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দাবী করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
বিবৃতিতে নেতৃদ্বয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়ের করা এই সকল নিবর্তন মূলক মিথ্যা মামলা এখনো প্রত্যাহার না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ” গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ এর পতনের পর গঠিত অন্ত্রবর্তি সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিলো অতি স্বল্প সময়ের মধ্যেই এই সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করা হবে, কিন্তু দেশবাসী প্রত্যক্ষ করছে এখনো রাজনৈতিক নেতাকর্মীদের এই সকল মামলায় জেলে যেতে হচ্ছে। এটা হতাশাজনক এবং দুঃখ জনকও বটে। আমরা অবিলম্বে সকল উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট মামলার প্রত্যাহার চাই এবং অবিলম্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন সহ সকল নিরপরাধ রাজনৈতিক নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি চাই।
ফ্যাসিস্ট হাসিনার দায়ের করা মিথ্যা মামলায় আজ্ঞাবহ আদালত সাজা দিয়েছিলো। আজ ১৯ অক্টোবর ২০২৫, রবিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামন্জুর করে মোশাররফ হোসেন খোকনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিএনপি- ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক (দফতরের দায়িত্বে) সাইদূর রহমান মিন্টু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |