আজ বুধবার | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১:২০

রাজধানীর শাহবাগে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউসুফ নামে এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর ও জেলা শাখার সমন্বয় সভা চলছিল। একই সময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার এনসিপি নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। চেয়ার ও লাঠি নিয়ে মারামারিতে লিপ্ত হন তারা। এসময় একপক্ষের কিলঘুষিতে বংশাল থানা এনসিপির কর্মী ইউসুফ আহত হন। পরে উপস্থিত নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত ইউসুফকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, তিন মাস আগে বংশাল থানা এনসিপির কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত ছিলেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবের মাধ্যমে মোহাম্মদপুর থানার এনসিপি নেতা রিয়ানের কাছে যায়। অভিযোগ রয়েছে, রিয়ান ওই সময় বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং পরে তা ফেরত দেননি। এমনকি তাদের আটকে রাখারও চেষ্টা করেন।
বংশাল থানা এনসিপির নেতা সৌরভ বলেন, দুই মাস আগে ব্যবসার কাজে মোহাম্মদপুরে গিয়েছিলাম। আমাদের সঙ্গে ছিলেন বংশালের ইমতিয়াজ। তখন এনসিপির মোহাম্মদপুর থানা নেতা রিয়ান আমাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় বিষয়টি আমরা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে জানাই।
তিনি আরও বলেন, আজ সমন্বয় সভায় রিয়ানের সঙ্গে দেখা হলে আমরা টাকা চাই। কিন্তু সে অস্বীকার করে। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়, আমরাও প্রতিহত করি। পরে উপস্থিত কেন্দ্রীয় নেতারা দুই পক্ষকে শান্ত করেন এবং পরবর্তী সভায় বিষয়টি তদন্ত করে সমাধানের আশ্বাস দেন।
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:০২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৮ অপরাহ্ণ |