আজ বুধবার | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১২:৫৪

রাজনীতির চঞ্চল সময়ে বিএনপির ভেতরে দেখা গেল এক বিরল দৃশ্য—ঐক্যের আহ্বান, আবেগের স্পর্শ এবং নেতৃত্বের অনুপ্রেরণা। রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বরিশাল ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সম্ভাব্য প্রার্থী মনিরুজ্জামান মনির।
পরিপাটি কোট-টাই পরা, সংযত অথচ স্থির ভঙ্গিতে উপস্থিত মনির সেই বৈঠকে ছিলেন নীরব শ্রোতা। তিনি কথা বলেননি, কেবল মনোযোগ দিয়ে শুনেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি নির্দেশনা, প্রতিটি শব্দের ভেতরের বার্তা।
সভা শুরুর আগেই তারেক রহমান বলেন—
“আজ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব দলকে ঐক্যবদ্ধ রাখা। ভাইয়ে ভাইয়ে, সহকর্মীতে সহকর্মীতে বিবেদ ভুলতে হবে। আমরা যদি নিজেদের ভেতরই এক না হই, তাহলে জনগণ কখনো আমাদের পাশে দাঁড়াবে না।”
এরপর তিনি একটি গল্পের মাধ্যমে উদাহরণ দেন—
“দুই মা এক শিশুর দাবি নিয়ে রাজদরবারে আসে। রাজা বললেন, শিশুটিকে দুই ভাগ করে দেব। তখন সত্যিকারের মা কেঁদে বললেন—‘না, শিশুটি বেঁচে থাকুক।’ রাজা বুঝলেন—যিনি সন্তানের জীবন চান, তিনিই প্রকৃত মা। আমাদের দলও সেই শিশুর মতো। বিভাজন মানেই ধ্বংস, ঐক্যই জীবনের প্রতীক।”
তারেক রহমানের এই ‘সোনার উদাহরণে’ সভাকক্ষ মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। মনিরুজ্জামান মনিরের চোখে প্রতিফলিত হয় গভীর মনোযোগ ও প্রেরণা। তাঁর অভিব্যক্তিতে ছিল এক রাজনৈতিক কর্মীর নীরব অঙ্গীকার—বিবাদ নয়, ঐক্যই হবে পথের আলো।
বৈঠক শেষে মনিরুজ্জামান মনির ধীরে বেরিয়ে আসেন। বাইরে অপেক্ষমাণ ক্যামেরা, সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্দেশে সৌজন্যমূলক ভঙ্গিতে বলেন—
“তারেক রহমান আমাদের যে বার্তা দিয়েছেন, সেটাই আজকের রাজনীতির প্রয়োজন। আমরা সেই সোনার উদাহরণ মনে রাখব। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো, জনগণের আস্থা ফিরিয়ে আনবো।”
তাঁর কণ্ঠে ছিল দৃঢ়তার সঙ্গে মমতার সুর। উপস্থিত নেতাকর্মীরা হাততালি দিয়ে সাড়া দেন।
এক মুহূর্তের জন্য মনে হলো—বিএনপির রাজনীতিতে যেন নতুন এক আলো জ্বলে উঠেছে, যেখানে বিবেদের ধূলা মুছে ঐক্যের সুবাস ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে।
সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনির, রুহুল আমিন দুলাল, কেএম হুমায়ুন কবির, কর্নেল (অব.) শাজাহান মিলন, গাজী ওয়াহেদুজ্জামান জাকির ,শামীম মিয়া মৃধা ও এ আর মামুন।
তাঁরা সকলেই একমত—দলীয় ঐক্যই আগামী দিনের রাজনীতির মূল শক্তি।
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:০২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৮ অপরাহ্ণ |