আজ শনিবার | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৪৫

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র হচ্ছে।যখন ষড়যন্ত্রকারীরা যখন বুঝে ফেলেছে বাংলাদেশের মানুষ ধানের শীষে বিপুল পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করবে,তখন থেকেই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।
তিনি বলেন, একটি দল বলছে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না, আরেকদল বলছে গণভোট হবে আগে জাতীয় সংসদ নির্বাচন হবে তারপর। এতে বোঝা যায় ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ভালো না। তিনি বলেন, সকলকে সজাগ,সচেতন থেকে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা, পৌর যুব দলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ঐতিহ্যবাহী তালতলা চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদল আহবায়ক বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিনাজিম উদ্দিন মাস্টার,সাবেক সভাপতি মাস্টার, সহ সভাপতি সভাপতি নাসির উদ্দিন,আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা, জেলা যুবদল সদস্য সচিব তহিদুল ইসলাম বাবু, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক নুর ই আজম, জুয়েল, উপজেলা যুবদল সদস্য সচিব নাসির উদ্দিন, পৌর যুবদল সিনিয়র সহ-সভাপতি সরকার সুমন প্রমুখ।
জনাব আযম আরো বলেন, ১৯৭১ সালে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে প্রত্যেকটি গণতান্ত্রিক লড়াইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন। তাদেরই উত্তরসূরী আগামী প্রধানমন্ত্রী তারেক জিয়া। সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দিবেন তারেক জিয়া। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে উনার ৩১ দফা জনগনের দৌড়ঘোরায় পৌছে দিতে হবে।
শনিবার, ১ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৪৭ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:০৪ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৫ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৬ অপরাহ্ণ |