আজ শুক্রবার | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৩৩

সখিপুর (টাংগাইল) প্রতিনিধি : শুক্রবার টাঙ্গাইলের সখিপুরে ছিল সারাদিন বৃষ্টি। বৃষ্টিস্নাত দিনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান উপজেলার ১০ নং বড়চওনা ইউনিয়নের বড়চওনা, চম্বলতলা, খানের মোড়, দাঁড়িপাকা, দেবরাজ এলাকায় সারাদিনব্যাপী গণসংযোগ করেছেন।
স্থানীয় বিএনপি ও এরঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আযম খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিনি সাধারণ ভোটারদের ও নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণকে এই ৩১দফার সাথে সম্পৃক্ত করতে হবে।
ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেই, ষড়যন্ত্রের বিষদাঁত উপড়ে ফেলে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৫০ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:০৭ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৭ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |