আজ শুক্রবার | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৩৫

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়নবঞ্চিত হয়েছেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক এমএ হান্নান। এতে ফুঁসে উঠেছেন বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা। সোমবার রাত ১০টা বিএনপি’র বিক্ষুব্ধ অংশ চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে, মহাসড়কে প্রায় ৪ কিলো দৈর্ঘ্য যানজটের সৃষ্টি হয়েছে। বিকাল সাড়ে তিনটার এ দিকে রিপোর্ট লেখার সময় সড়ক অবরোধ চলছে।
এইদিকে সন্ধ্যার আগে পর্যন্ত নেতাকর্মীরা তাদের আন্দোলন চালিয়ে যায় । কাফনের কাপড় পরেও তারা সড়কে অবস্থান করে । এই আন্দোলনের সংবাদ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নগণমাধমে প্রকাশ হয় অত্তান্ত গুরুত্ব সহকারে । সাধারণ মানুষের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দেখা দেয় চরম ভোগান্তি। বিক্ষুব্ধরা সোমবার সকাল থেকে কিছুক্ষণ পর পর পটকা ফুটাচ্ছেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, ডাক্তার আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপি’র আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জামাল মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক শাওন চৌধুরী।
বক্তারা বলেন, বিএনপি’র রাজনীতির জন্য সর্বস্ব হারানো এমএ হান্নান দীর্ঘদিন কারাবরণ করে মিথ্যা মামলার ঘানি টেনেছেন। ব্যবসাসহ হারিয়েছেন সবকিছু। তিনি এমপি না হয়েও উপজেলার সকল স্তরের মানুষের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করেছেন। অথচ এ আসনে মনোনয়ন দেয়া হয়েছে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আজীবন সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে। বিএনপি’র নেতারা বলেছেন, এমএ হান্নানকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া ফরিদগঞ্জের বিএনপি’র নেতাকর্মীরা কখনো মেনে নেবে না। অন্যথায়, ফরিদগঞ্জ বিএনপি’র নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করবেন। কর্মসূচিতে বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
এদিকে, সোমবার রাত থেকে চলমান অবরোধের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। স্বাভাবিক হয়নি সড়কে যানবাহন চলাচল।
উল্লেখ্য, এ উপজেলায় মনোনয়ন পেয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৫০ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:০৭ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৭ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |