আজ মঙ্গলবার | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৭ হিজরি | রাত ৮:০৩

ইমাম হাসান : ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রার্থী বিএনপি নেতা এম কফিল উদ্দিন আহমেদের সমর্থনে ৫ নভেম্বর বুধবার সন্ধ্যার পর রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া বাজার এলাকায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। মঞ্চ ও আশপাশের রাস্তাজুড়ে জনতার ঢল নামে।
বক্তব্য রাখতে গিয়ে কফিল উদ্দিন আহমেদ বলেন, “আমি এমপি হলে এলাকার সকল উন্নয়নমূলক কাজ করব। জনগণকে সাথে নিয়ে এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাব। রাস্তা-ঘাট সংস্কার থেকে শুরু করে কর্মসংস্থান— প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন হবে।”
তিনি আরও বলেন, “আমরা প্রতিশোধপরায়ণ নই। আওয়ামী লীগ সরকারের সময় আমাদের ঘরে থাকতে দেয়নি। মিথ্যা মামলা দিয়েছে, জুলুম নির্যাতন করেছে। কিন্তু আজ আমরা ক্ষমতার লোভে কারো বাড়িঘর ভাঙচুর করি না, আগুন লাগাই না।”
ফ্যাসিস্ট হাসিনার সমালোচনায় তিনি বলেন, “আরাফাত রহমান কোকোর ইন্তেকালের পরও তারেক রহমানকে দেশে আসতে দেয়নি। তিনি ভাইয়ের জানাজায়ও অংশ নিতে পারেননি। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি সরকার। কারণ, তারা জানে— তারেক রহমান দেশে এলে তাদের রাজনীতিতে টিকে থাকা কঠিন হয়ে যাবে।”
এলাকাবাসী জানান, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে কোনো চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াননি। বরং নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান করেছেন। তাই জনগণের দৃঢ় দাবী— তাকে বিএনপির মনোনয়ন দিতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসার কারণেই এমন বিশাল জনসমাবেশ হয়েছে বলেও মন্তব্য করেন তারা।
অল্পসংখ্যক লোক নিয়ে ছোট পরিসরে উঠান বৈঠকের পরিকল্পনা থাকলেও বিপুল জনসমাগমে অভিভূত আয়োজকরা।
উঠান বৈঠকটি সভাপতিত্ব করেন স্থানীয় জনপ্রতিনিধি জনাব আয়নাল মেম্বার।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |