আজ মঙ্গলবার | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৭ হিজরি | রাত ৮:২৭

শনিবার বিকাল ৪টার দিকে রাজধানীর শাহবাগে তিন দফা দাবিতে আন্দোলনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিছিলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে।
এর আগে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে এদিন সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান শুরু করেন তারা। পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচির অংশ হিসেবে সেখান থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। সাউন্ড গ্রেনেড ছোড়ে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়া হয় বলে শিক্ষকরা অভিযোগ করেন। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।
শিক্ষকদের অন্য দুই দাবি হলো—চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
গত ২৪ এপ্রিল এক আদেশে ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার কথা জানায় গণশিক্ষা মন্ত্রণালয়। তবে সহকারী শিক্ষকেরা সেটি প্রত্যাখ্যান করেন।
এদিকে দাবি আদায় না হলে পরীক্ষা বর্জনের পাশাপাশি ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |