আজ শনিবার | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৪১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, আজ বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ঢাকা ১১ আসন গড়ে তুলবো ইনশাআল্লাহ।
আজ শনিবার (৮ নভেম্বর) রাজধানী বাড্ডার সুবাস্তু নজর ভ্যালির সামনে থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগের মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ড. এম এ কাইয়ুম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে আগামী দিনে সংস্কার হলে যে সংবিধান হবে তা জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। ইনশাআল্লাহ আর কোনো স্বৈরশাসক জনগণের ভোটাধিকার হরণ করতে পারবে না।”
বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, “আপনারা দেখছেন আজকের বিএনপির জনপ্রিয়তা। বিএনপি এই দেশের গণমানুষের বিশ্বস্ত দল। দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার ফিরে পেয়ে মানুষ ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছে।”
ড. এম এ কাইয়ুম আরো বলেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। এজন্য মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে আবারো দেশের উন্নয়ন হবে। আর আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।
ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “মানুষ ধানের শীষের পক্ষেই ছিলো। বিএনপির মাধ্যমে বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল (আংশিক) এলাকার মানুষ সকল নাগরিক সুবিধা পেয়েছে। তাই তারা গ্যাস-পানি-বিদুৎসহ তাদের মৌলিক চাহিদা নিশ্চিতে আবারো তাদের আস্থা, ভরসা এবং বিশ্বাসের দল বিএনপিকে সরকারে দেখতে চায়।”
বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আজকে যখন ভোটের পরিবেশ তৈরি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আর সেই ঘোষণার পরপর মানুষ উল্লাসে মেতে উঠেছে। বিএনপি মাত্র নমিনেশন দিয়েছে তাই লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছি, এবং ঢাকা ১১ আসনে কাইয়ুম ভাই নির্বাচিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করে দেশ ও জাতির কল্যাণে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ্।”
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫১ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩১ অপরাহ্ণ |