আজ মঙ্গলবার | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৭ হিজরি | রাত ৮:০২

গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশগ্রহণ করেন আইএমএফের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ক্রিস পাপাজর্জিউ, অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ।
বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য।
আরও উপস্থিত ছিলেন —মো. ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা;
ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র কর্মকর্তা, বিশ্বব্যাংক;
এবং শামা ওবায়েদ, বিএনপি’র সংগঠনিক সম্পাদক।
বৈঠকে কর ও ব্যাংকিং খাত সংস্কার, সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের উপায় নিয়ে আলোচনা হয়। বিএনপি প্রতিনিধিদল জোর দিয়ে উল্লেখ করে—টেকসই প্রবৃদ্ধির জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য।
আইএমএফ দল বিএনপি’র প্রস্তাবিত নীতিগত দৃষ্টিভঙ্গির প্রশংসা করে এবং ভবিষ্যতে সংলাপ ও সহযোগিতা জোরদারের আশা ব্যক্ত করে।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |