আজ শনিবার | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | দুপুর ২:২৭

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাইদ মামুন (৫০) নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সাইদ মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন। ২০২৩ সালে কারাগার থেকে জামিন পাওয়া পরও তার উপর হত্যা চেষ্টার ঘটনা ঘটেছিল, যা তেজগাঁও শিল্পাঞ্চলে ঘটেছিল। সেই সময় একজন পথচারী ভুবন চন্দ্র শীল নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুইজন ব্যক্তি হাসপাতালের প্রবেশমুখে এসে পেছন থেকে সাইদ মামুনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি করা হয় কয়েকবার, এরপর তারা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।
শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও তারিক সাঈফ মামুন একসময় ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন।
ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, নিহত ব্যক্তি ইমন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ছিলেন। ঘটনার তদন্ত চলছে এবং দ্রুত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫১ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩১ অপরাহ্ণ |