আজ বুধবার | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৭ হিজরি | রাত ৪:৩৩

লালমনিরহাট প্রতিনিধি: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকার সংসদ ভবনের দক্ষিন প্লাজায় আজ শুক্রবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা সমিতি ঢাকা এর আয়োজনে জাগো বাহে তিস্তা বাঁচাই শিরোনাম অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অংশ নেন।
এ সময় কর্মসূচি চলাকালে এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে স্কয়ার হাসপাতালে নেন দলীয় নেতাকর্মীরা।পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করেন।
এদিকে তার দ্রুত সুস্থতার জন্য আজ শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা সদরের মহেন্দ্রনগর বাজার জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম মাওলানা হাকিমুল ইসলাম এ মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এ সময় তার দ্রুত সুস্থতা ও আরোগ্য লাভ কামনা করেন ।এ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান,হারাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মাসুদ, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম,মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আলম সহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় লোকজন। এ ব্যাপারে তার সঙ্গে ঢাকায় অবস্থানকারী লালমনিরহাট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জানান, তিনি এখন শংকামুক্ত। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধায়নে তিনি সুস্থ আছেন। তার দ্রুত সুস্থতায় লালমনিরহাটবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি ও তার পরিবার।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |