আজ রবিবার | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১২:৩৮

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩৩টি আসনে দলীয় প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেছে গণফোরাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিখা ঘোষণা করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী।
সুব্রত চৌধুরী বলেন, তিনি নিজে ঢাকা-৬ আসন থেকে প্রার্থীতা করবেন এবং দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান প্রার্থীতা করবেন মাগুরা-১ আসন থেকে। এছাড়া দলের সভাপতি পরিষদের সদস্য এস এম আলতাফ হোসেন লড়বেন ঢাকা-৫ আসন থেকে, এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক নরসিংদী-৩, মোশতাক আহমেদ কুমিল্লা-৩, সেলিম আকবর চাঁদপুর-৩, সুরাইয়া বেগম বরগুনা-২, আনসার খান সিলেট-১, আব্দুল হাসিব চৌধুরী হবিগঞ্জ-৩, শ্রী রতন ব্যানার্জী চট্টগ্রাম-৫, আবদুল হাফিজ ঝিনাইদহ-২, হিরন কুমার দাস বরিশাল-৬ এবং গোলাম হোসেন আবাব সুনামগঞ্জ-৩। উপদেষ্টা পরিষদের সদস্য এ এইচ এম খালেকুজ্জামান লড়বেন ময়মনসিংহ-৮, শান্তিপদ ঘোষ মৌলভীবাজার-১ আসন থেকে এবং দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু লড়বেন পটুয়াখালী-৩ আসন থেকে।
প্রার্থী তালিকা ঘোষণা শেষে সুব্রত চৌধুরী বলেন, আমাদের ১৩৩ জনের নাম আজকে আমরা প্রকাশ করলাম। বাকিগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেবো। আজকে যাদের নাম নেই, তারা আগামী পর্যায়ে সুযোগ পাবেন। এটা একটা আংশিক তালিকা, প্রাথমিক তালিকা। এখান থেকে অনেকে বাদও যেতে পারেন, আবার অনেক নতুন করে যুক্তও হতে পারেন।gonoforum-candidate-list-election-151125
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫১ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩১ অপরাহ্ণ |