আজ বৃহস্পতিবার | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৭ হিজরি | সকাল ৮:২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপদেষ্টার বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
এছাড়া ইস্কাটন এলাকায়ও রোববার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার রায় ঘোষণা ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দুই দিনের লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি ঘিরেই বিভিন্ন স্থানে নাশতার চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২০ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪৪ অপরাহ্ণ |